
প্রকাশিত: Wed, Jan 4, 2023 4:28 PM আপডেট: Sun, May 11, 2025 9:52 AM
ছবিটা দেখুন, বিচার করুন আর ভাবুন
জাফর ওয়াজেদ
স্টাইল আর ব্যক্তিত্ব, দুইটা ব্যপার আসলে জন্মগত থাকতে হয়, অর্জন করা যায় না। যেখানে বাকি দুনিয়ার সব রাষ্ট্রনেতা মার্কিন প্রেসিডেন্টের পাশে বসলে সেই নেতাদের মনে হয় তারা কর্মচারী, সেখানে এই একটা মানুষকে দেখে মনে হচ্ছে বস, আর মার্কিন প্রেসিডেন্ট তার অধনস্ত।
ছবিটা দেখুন, বিচার করুন, আর ভাবুন, কোন ব্যক্তিকে নিয়ে সমালোচনা করেন। ঐতিহাসিক নেতাদের একটা ব্যপার থাকে, সেটা হল ব্যক্তিগত ক্যরিশমা। সেটা স্তালিনের ছিল, কামাল আতাতুর্ক এর ছিল, নেতাজি সুভাষ বোসের ছিল। ফিদেল ক্যস্ত্রোর মধ্যেও। তাঁদের ব্যক্তিত্বের সামনে বাকি সব কিছু ম্লান হয়ে যায়। তাঁদের কথা শুনলে সেটার কার্যকারণ যাচাই এর আর দরকার হয় না, এমনিতেই সেটা আদেশ হয়ে যায় এবং পালন করতে হয়।
এবং সেই সম্মোহনী শক্তির পুরোটাই ভরপুর ছিল এই নেতার মাঝে। হ্যামিলনের বাশিওয়ালা যখন বাঁশীতে সূর তুলেছিল, তখন ইঁদুরের পাল কোন যুক্তির বিচার না করেই নদীতে ঝাঁপ দিয়েছিলো। বাঙ্গালীর হ্যামিলনের বাঁশিওয়ালা মানবকে নিয়ে ইদানিং তেমনই অনেক ইঁদুরের পাল এর ট্রলিং দেখি। হাসি পায়, খুব হাসি পায়। রাজাকে পিছনে শালা বলার ক্ষমতা সবারই আছে। তাতে রাজার সম্মান এতটুকু কমে না। ফকির লালের সেই কথাটা মনে পড়ে যায়Ñ ‘বঙ্গবন্ধু বাঁইচা আছে, বাঙালিরা বাঁইচা নাই’। লেখক: মহাপরিচালক, পিআইবি
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!

চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে

‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!

কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!

সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি

ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
